সম্পাদকীয়

২০০৮ সালের ১৬ জানুয়ারি। লক্ষ লক্ষ ভক্ত মুরিদানকে শোকরে সাগরে ভাসিয়ে জান্নাতের পথিক হলেন যমানার মুজাদ্দিদ শামসুল উলামা ফুলতলী ছাহেব কিবলা রহ.। শরীয়ত, তরীকত ও মারেফাতের সূর্য ছিলেন তিনি। গরিব, দুঃখী মেহনতি মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন। সর্বোপরি ইসলামের খেদমতে নিজের জীবনকে বিলীন করেছিলেন। তিনি দেশ-বিদেশে গড়েছেন অগণিত মসজিদ, মাদরাসা, খানকা ও দ্বীনি প্রতিষ্ঠান। জাতি, ধর্ম, বর্ণ ও রাষ্ট্রের কল্যাণে আজীবন সংগ্রাম করেছেন। সেই ব্রিটিশবিরোধী আন্দোলনসহ প্রতিটি আন্দোলন-সংগ্রামে নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন তিনি। পারিবারিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক জীবনে তিনি আমাদের আদর্শ।
প্রিয় মুর্শিদ আল্লামা ফুলতলী ছাহেব কিবলা রহ. আজ আমাদের মাঝে না থাকলেও তার হাতে গড়া প্রতিষ্ঠানসমূহ, তার অমিয় বাণী ও তাঁর সুযোগ্য উত্তসুরীরা আমাদের মাঝে বিদ্যমান। আমাদের কর্তব্য হল তাঁর প্রতিষ্ঠিত এসব দ্বীনি প্রতিষ্ঠানসমূহ ও মিশন এগিয়ে নিয়ে যাওয়া, তিনি দেশ-বিদেশে যে আলোর বিচ্ছুরণ ঘটিয়ে গেছেন তার বিস্তৃতি ঘটানো।
কুরআনে পাকের এ যুগশ্রেষ্ঠ খাদিম আল্লামা ফুলতলী ছাহেব কিবলা রহ. জান্নাতের উচ্চাসনে সমাসীন হোন, তাঁর দরজা হাজার কোটিগুণ বৃদ্ধি হোক-তাঁর ১২তম ঈসালে সাওয়াব বার্ষিকীতে এটাই আমাদের প্রত্যাশা।

Comments

comments

About